ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী তার নির্বাচনি এলাকার ৬৭ নং ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ করেন।
বৃহস্পতিবার সকাল থেকে এ গণসংযোগ শুরু হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চিফ নির্বাচনি এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি, বিএনপি ওয়ার্ড সভাপতি জয়নাল সাহেব, সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুকরসি, দারুন নাজাত এলাকাসহ ৬৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবী উল্লাহ নবী।
এ সময় স্থানীয় জনগণ তাদের এলাকার জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব ও রাস্তার বেহাল দশাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
নবী উল্লাহ নবী ভোটারদের সকল অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। অতপর তাদেরকে আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত ঢাকা-৫ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন।
এলাকাবাসীর উদ্দেশে নবী উল্লাহ নবী বলেন, অতীতে ধানের শীষে ভোট দিয়ে আপনারা যেমন বিএনপিকে দেশ মাতৃকার সেবা করার সুযোগ করে দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে এবারও আপনারা ধানের শীষে ভোট দিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার দেশ গড়ার অসমাপ্ত কাজগুলোকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করবেন এটাই আপনাদের প্রতি আমার প্রত্যাশা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

