
ঢাকা-৪ আসন
তানভীর আহমেদ রবিনের দিনভর গণসংযোগ
৫৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা ও অলিগলি ঘুরে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন রবিন। ভোটার ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকা-৪ আসন
৫৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি রাস্তা ও অলিগলি ঘুরে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন রবিন। ভোটার ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মাওলানা আবু জাফর কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন নিয়ে মনোনয়ন বঞ্চিতদের যে মারামারি-হানাহানি শুরু হয়েছে তা দেশ ও জাতির জন্য শুভলক্ষণ নয়।

জলঢাকায় গণসংযোগে সোহাগ হোসাইন
সোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”

শহীদদের ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করবো। শহীদ শাকিল পারভেজসহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।