জলঢাকায় গণসংযোগে সোহাগ হোসাইন
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সোহাগ হোসাইন নীলফামারী-৩ আসনে জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ট্রাক মার্কা প্রতীকে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার দিনব্যাপী এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা উপজেলার বিভিন্ন হাটবাজার, দোকানপাট ও বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের নীতি, আদর্শ ও প্রার্থীর উন্নয়ন-ভিশন তুলে ধরেন।
গণসংযোগ চলাকালে সোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
তিনি বলেন, নাগরিক ভাবনার ভিত্তিতে আমরা দুর্নীতি, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার এবং জনগণের সেবায় নিবেদিত। আমরা আহ্বান জানাই—যারা দেশপ্রেম, মানবতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন, তারা ভিপি নুরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, ন্যায়ের সমাজ নির্মাণে অংশ নিন।”
গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম তাজু, আব্দুল মতিন স্বাধীন, লিওন ইসলাম, পাভেল বসুনিয়া, সাকিব সালাফি, সাজেদুল ইসলাম প্রমুখ।
গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং দলীয় নেতাকর্মীদের এমন সক্রিয়তায় ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সোহাগ হোসাইন নীলফামারী-৩ আসনে জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ট্রাক মার্কা প্রতীকে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার দিনব্যাপী এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা উপজেলার বিভিন্ন হাটবাজার, দোকানপাট ও বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের নীতি, আদর্শ ও প্রার্থীর উন্নয়ন-ভিশন তুলে ধরেন।
গণসংযোগ চলাকালে সোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
তিনি বলেন, নাগরিক ভাবনার ভিত্তিতে আমরা দুর্নীতি, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার এবং জনগণের সেবায় নিবেদিত। আমরা আহ্বান জানাই—যারা দেশপ্রেম, মানবতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন, তারা ভিপি নুরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, ন্যায়ের সমাজ নির্মাণে অংশ নিন।”
গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম তাজু, আব্দুল মতিন স্বাধীন, লিওন ইসলাম, পাভেল বসুনিয়া, সাকিব সালাফি, সাজেদুল ইসলাম প্রমুখ।
গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং দলীয় নেতাকর্মীদের এমন সক্রিয়তায় ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিকেলে প্রায় ৩০–৪০ যুবক দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা ছিল। ভাঙচুর শেষে তারা ভবনটির তৃতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়।
১ ঘণ্টা আগেবন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
৩ ঘণ্টা আগেগ্রেপ্তাররা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী।
৩ ঘণ্টা আগেগত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে।
৪ ঘণ্টা আগে