টঙ্গীতে গণসংযোগ শুরু জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৯: ৪০
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৯: ৪০

জুলাই বিপ্লবে শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেনের দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান ।

রোববার সকালে টঙ্গীর দত্তপাড়া লেদুমল্লা রোডে শাকিল পারভেজের বাসায় গিয়ে তিনি কুশল বিনিময়, দোয়া ও মোনাজাতে অংশ নেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগের সূচনা করেন।

বিজ্ঞাপন

এ সময় ড. হাফিজ বলেন, শহীদদের ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করবো। শহীদ শাকিল পারভেজসহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য। আপনাদের দোয়া ও সহযোগিতায় টঙ্গী-গাছা-পূবাইলকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও আধুনিক এলাকায় রূপান্তরিত করব, ইনশাআল্লাহ।

গাজীপুর-৬ আসনের নানামুখী সমস্যা তুলে ধরে জামায়াতের এ প্রার্থী বলেন, রাস্তাঘাটে অযত্ন-অবহেলা, ময়লার ভাগাড়, সরকারি হাসপাতালের সেবাহীনতা, বস্তিতে মাদকের বিস্তার এবং সন্ধ্যা নামলেই ছিনতাই-চুরির ভয়- জনগুরুত্বপূর্ণ এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই আমার সন্তানের ত্যাগের যথাযথ প্রতিদান পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমির নজরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারি জাকির হোসাইন, এইচআরডি সম্পাদক হাবিবুর রহমান সুজন, গাজীপুর সাংবাদিক ফোরামের পরিচালক ফাহাদ আল সাবিতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই স্বৈরাচার হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে উত্তরা বিএনএস সেন্টারে শাকিল পারভেজের নেতৃত্বে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলেন। বিকেল ৩টা ৫০ মিনিটে সমঝোতার কথা বলে পুলিশ কাছে ডেকে নিয়ে খুব কাছ থেকে নির্মমভাবে পেটে গুলি করলে শাহাদাতবরণ করেন শাকিল পারভেজ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত