আমতলীতে জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৮
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী বরগুনা জেলা আমির ও বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিবুল্লাহ হারুন রোববার বিকালে আমতলী উপজেলার আমরাগাছিয়া বাজার, সাহেববাড়ি বাসস্ট্যান্ড, মহিষকাটা বাজারসহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন। এ সময় তিনি দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

এ সময় জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো: ইলিয়াস হোসাইন, সেক্রেটারি মো: মোফাজ্জল হেসেন, চাওড়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক মো: দলিল উদ্দিন, গুলিশাখালী ইউনিয়ন সভাপতি জিয়াদুল করিম, জামায়াত নেতা অ্যাড. মো: মইন উদ্দিন, আহমেদ সাকুর, জসিম উদ্দিন ফকিরসহ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত