আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাঁড়িপাল্লায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

দাঁড়িপাল্লায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

নানা নাটকীয়তার মধ্য দিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ১১ দলীয় জোটে বড় পরিবর্তন এসেছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র প্রার্থী এম. ইয়াকুব আলী।

বৃহস্পতিবার বিকেলে নগরীর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এর আগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে চট্টগ্রাম-১২ আসনে এম. ইয়াকুব আলীকে মনোনয়ন দেওয়া হলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলমই ১১ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে এম. ইয়াকুব আলী বলেন, মনোনয়নসংক্রান্ত জটিলতার কারণে তাকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতীক চূড়ান্ত হতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু করা সম্ভব হয়নি। এতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে এবং অল্প সময়ে কার্যকরভাবে প্রচার কার্যক্রম সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও জানান, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তিনি এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ সময় তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের অন্যতম প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলমের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং এলডিপির সকল স্তরের নেতাকর্মীদের জোট প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল যে এলডিপি জামায়াতের প্রার্থীকে সমর্থন দিতে পারে। এম. ইয়াকুব আলীর ঘোষণার মাধ্যমে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...