জঙ্গি সাজিয়ে ৭ জনকে হত্যা

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৮: ০৭

২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিজ্ঞাপন

প্রসিকিউশন জানায়, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা থেকে কিছু যুবককে বেআইনিভাবে আটক করা হয়। তারা বিভিন্ন মাদরাসার ছাত্র ও ইসলামি মনোভাবাপন্ন ছিল। পরবর্তীতে গাজীপুরের একটি বাসায় তাদের বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহত মাদরাসাছাত্র ইব্রাহিমের বাবা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এরই ফলশ্রুতিতে সোমবার এ মামলায় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ছাড়াও সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুলইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুন অর রশীদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আবেদন মঞ্জুর করে ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই পরোয়ানা জারি করেছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত