প্রতারণার ৫ মামলায় বিএসবির খায়রুল ১৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৮: ২০

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার পৃথক পাঁচ মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার পৃথক পাঁচ তদন্তকারী কর্মকর্তা। এরপর পৃথক আবেদনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সর্বমোট ৪৪ দিনের রিমান্ডের আবেদন করেন তারা। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে তার ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

শুনানিতে শামসুদ্দোহা সুমন বলেন, আসামির বিরুদ্ধে বিদেশে উচ্চ শিক্ষায় পাঠানোর কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আজ আদালতে পাঁচটি মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এর মধ্যে একটি মামলায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের উপর হামলা ও মারধরের অভিযোগও আছে। প্রতারণা টাকা কী করেছে? তার সঙ্গে আর কে কে জড়িত? এসব তথ্য উদঘাটনে তার ৪৪ দিনের দিনের রিমান্ড চাচ্ছি।

এর আগে ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরেরদিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ'র আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৬ আগস্ট প্রতারণার আরেক এক মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার রিমান্ড শেষে হলে আজ আবারও তাকে রিমান্ডে পাঠানো হলো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত