আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

প্রতিনিধি, ইবি
দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রী সংস্থা। গত মঙ্গলবার ও বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত হয় এই উৎসব।

সরেজমিনে দেখা যায়, সংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’

বিজ্ঞাপন

মেহেদী নিতে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন, ভেতরের পরিবেশ বেশ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমিও সবার মতো মেহেদী নিতে এসেছি।

ইবি ছাত্রী সংস্থা সভানেত্রী ইয়াসমিন আক্তার আমার দেশকে বলেন, নারী শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। শুধু ছাত্রীদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, সেটা তারা জানুক।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আমলে বড় পরিসরে এভাবে কার্যক্রম চালাতে পারিনি। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে নারীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, সাড়া পেলে এ ধরনের আয়োজন আরো করব ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন