
শেষ হলো জবিতে ছাত্রিসংস্থার হিজাব বিতরণ কর্মসূচি
জবি শাখা ছাত্রিসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না— উভয়েরই আমাদের কাছ থেকে হিজাব নিয়েছেন। আমরা মূলত এই বার্তাই দিতে চাই যে, হিজাব কোনোভাবেই নারীর অগ্রগতির অন্তরায় নয়; বরং এটি সুরক্ষা ও মর্যাদার প্রতীক।



