এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১২: ৪৩
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৩: ০২

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য মেডিকেল ডিগ্রি ধারী কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিজ্ঞাপন

হাইকোর্ট রায়ে বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে যারা ডাক্তার পদবি ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আন্দোলনরত চিকিৎসকরা এ রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি করেছেন। তবে অন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত