ডাকসু নির্বাচন

ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২: ৩৯
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৪: ০০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জি এস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসান আলীর বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আজ রিট আবদেন শুনানির জন্য কার্যতালিকার ২৮৫ নম্বরে ছিল।

বিজ্ঞাপন

এর আগে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। রিটকারীর পক্ষে ছিলেন- ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত