আ’লীগের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৬: ০৩

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানান স্বজনরা। জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় হিরণ মৃত্যুবরন করলে জেবুন্নেছা উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তিনি ৫ আগষ্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলার আসামি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো: মিজানুর রহমান বলেন জেবুন্নেছা আফরোজ আটক হয়েছে কিনা এ বিষয়ে রাজধানী থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত