ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলীর সম্পদ জব্দ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৭: ৩৭

অর্থপাচারের অভিযোগ থাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ শরীফের কুমিল্লার সাড়ে ৫১ শতক জমির উপর নির্মিত রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ১টি বেইসমেন্ট, ১টি সেমি বেইসমেন্ট ও ১৩ তলার বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে থাকা ৩টি ব্যাংক হিসাব ও ৬টি বিও হিসাব এবং তার স্ত্রী ফাতেমা আক্তারের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুদকের সহকারী পরিচালক মো.মাইনউদ্দিন স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, আবু শাহাদাৎ শরীফের বিরুদ্ধে পদ-পদবি ব্যবহারের মাধ্যমে প্রভাব খাটিয়ে অবৈধভাবে অর্জিত অর্থ নিজ নামে ও তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের ব্যাংক হিসাবে আনায়ন করে বৈধতা প্রদানের চেষ্টা করেন। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের হিসাবে স্থানান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধান চলমান রয়েছে।

শরীফ তার স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও বিও হিসাবসমূহ এবং তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদার নামে থাকা ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর ও হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে জানা গেছে। অনুসন্ধানের আগেই এসব সম্পদ স্থানান্তর ও হস্তান্তর বা বেহাত হয়ে গেলে উদ্ধার করা কঠিন হয়ে পরবে। এসব কারণে তার ও তার স্ত্রীর স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবসমূহ এবং বিও হিসাবসমূহ দ্রুত অবরুদ্ধ ও জব্দ করা আবশ্যক।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত