রানা হত্যাঃ পুনঃবিচারে মৃত্যুদণ্ড থেকে সাজা কমে ৪ আসামির যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ২০: ৩৮

রাজধানীর ডেমরায় রানা নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া চার আসামি আট বছর পর পুনরায় বিচারে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ট্রাইব্যুনাল। তবে আগের রায়ে যাবজ্জীবন পাওয়া দুই আসামির সাজা বহাল রেখেছেন বিচারক।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মাসুদ, আল আমিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন এবং জাহাঙ্গীর হোসেন। পুনঃবিচারে যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলেন- বাবলা ও মনির হোসেন।

এর আগে ২০১৭ সালের ১২ ডিসেম্বর একই ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার চারজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন।

ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন বলেন, এ মামলায় প্রথম রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের নথি হাই কোর্টে পাঠানো হয়েছিল। আপিল শুনানিতে হাই কোর্ট দেখেন অধনস্ত আদালতে বিচার চলাকালে মামলার তদন্ত কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ৬ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি। এ বিষয়টি নজরে আসলে উচ্চ আদালত পুনরায় বিচারের জন্য মামলাটিকে ট্রাইব্যুনালে প্রেরণ করেন।

তিনি আরো বলেন, একই সাথে উচ্চ আদালত মামলাটি নিষ্পত্তির জন্য ছয় মাসের সময় বেধে দেন। পরে ২০২৪ সালের জুন মাসে নথি বিচারিক আদালতে আসে। এরপর সাক্ষীদের সাক্ষ্য ও আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন বিচারক।

এদিন রায় ঘোষণার আগে আল আমিন, শফিকুল ইসলাম, মাসুদ ও বাবলাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজার পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। পলাতক থাকা দুই আসামি মনির ও জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১০ জানুয়ারি রাজধানীর ডেমরার শূন্যচেংড়া গ্রামের আলীমের পরিত্যক্ত জমি থেকে রানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ বিষয়ে হত্যা মামলা করে থানা-পুলিশ। এ ঘটনায় মাসুদ ও আল আমিন গ্রেপ্তার হয়ে হত্যার দায় স্বীকার আদালতে জবানবন্দি দেয়। পরে তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ অক্টোবর ছয় জনের নামে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত