টেলিগ্রামে পর্নোগ্রাফি: জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০: ২৯

টেলিগ্রাম পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ, এডমিন ও অর্থ লেনদেনকারী হিসেবে জড়িত প্রতারকচক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, “টেলিগ্রামে হাজারো বাংলাদেশি তরুণীর নগ্ন ভিডিও বিক্রি” শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই আদেশ দেন।

আদেশে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারকে একজন চৌকষ ও দক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক আদেশে তদন্তকালে উদঘাটিত তথ্য ও ঘটনার আলোকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন। একইসাথে তদন্ত কর্মকর্তাকে প্রতি ১৫ দিন অন্তর তদন্তের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বিচারক।

পত্রিকাটির ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়, ফেসবুক ও টেলিগ্রাম ঘাঁটাঘাঁটি করে বেশ কিছু গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘এক্সপোজ ভাইরাল ভিডিও’। গ্রুপটিতে প্রায় ২০ হাজার সদস্য। ‘দেশি ভাইরাল ভিডিও’ নামের আরেকটি পেজে ১০ হাজার সদস্য। ‘এক্সপোজ অরিজিনাল’ গ্রুপে ১০ হাজার, ‘ব্রেইনটস অফিসিয়াল ডেমো’ ৩৮ হাজার সদস্য। এসব গ্রুপে হাজার হাজার তরুণী-যুবতীদের আপত্তিকর ছবি-ভিডিও’র ডেমো দেওয়া হয়। বিভিন্ন স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কম বয়সী নারীদের ভিডিও থাকে। ফেসবুক থেকেই লিংক দেয়া হয় টেলিগ্রাম চ্যানেলের। লিংকে ক্লিক করলে দেশি নগ্ন-অশ্লীল ভিডিও আসে। তবে আংশিক ভিডিও দিয়ে ফাঁদ পাতা হয়। বাড়ানো হয় আগ্রহ। পুরো ভিডিও দেখতে হলে দিতে হয় টাকা। অগ্রিম টাকা দিলেই কেবল পুরো ভিডিও লিংক দেওয়া হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত