স্টাফ রিপোর্টার
ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য ৯০ দিন সময় চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা। সোমবার আইনজীবীর মাধ্যমে কমিশনের চেয়ারম্যানের কাছে তারা এ আবেদন করেন।
এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আমার দেশকে জানান, বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা ৯০ দিনের সময় চেয়ে কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। তবে আইনে দুদকের অনুসন্ধান কার্যক্রম ৪৫ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ফলে চাওয়া সময় মঞ্জুর করা হবে কি না, তা নির্ভর করছে অনুসন্ধান কর্মকর্তার সিদ্ধান্তের ওপর।
গত ২০ মে আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক চিঠি দেয়। এর মধ্যে ২৫ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আহমেদ আকবর সোবহান (শাহ আলম), তার স্ত্রী আফরোজা বেগম, তাদের বড় ছেলে কো-চেয়ারম্যান সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহানকে। আর ২৬ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী ও গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর), ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তার স্ত্রী, গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানকে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সাবেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বড় বড় ব্যবসায়ীদের দুর্নীতি-অনিয়মের বিষয়েও অনুসন্ধানে নামে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা। এরপর অক্টোবরে আহমেদ আকবর সোবহান ও তার চার ছেলেসহ আটজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেড় লাখ কোটি টাকা মূল্যের জমি দখল এবং অর্থপাচারের অভিযোগে সিআইডি গত সেপ্টেম্বরে আহমেদ আকবর সোবহান ও তার ছেলে সায়েম সোবহান আনভীরসহ স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত জানায়।
ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য ৯০ দিন সময় চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা। সোমবার আইনজীবীর মাধ্যমে কমিশনের চেয়ারম্যানের কাছে তারা এ আবেদন করেন।
এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আমার দেশকে জানান, বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা ৯০ দিনের সময় চেয়ে কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। তবে আইনে দুদকের অনুসন্ধান কার্যক্রম ৪৫ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ফলে চাওয়া সময় মঞ্জুর করা হবে কি না, তা নির্ভর করছে অনুসন্ধান কর্মকর্তার সিদ্ধান্তের ওপর।
গত ২০ মে আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক চিঠি দেয়। এর মধ্যে ২৫ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আহমেদ আকবর সোবহান (শাহ আলম), তার স্ত্রী আফরোজা বেগম, তাদের বড় ছেলে কো-চেয়ারম্যান সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহানকে। আর ২৬ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী ও গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর), ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তার স্ত্রী, গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানকে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সাবেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বড় বড় ব্যবসায়ীদের দুর্নীতি-অনিয়মের বিষয়েও অনুসন্ধানে নামে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা। এরপর অক্টোবরে আহমেদ আকবর সোবহান ও তার চার ছেলেসহ আটজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেড় লাখ কোটি টাকা মূল্যের জমি দখল এবং অর্থপাচারের অভিযোগে সিআইডি গত সেপ্টেম্বরে আহমেদ আকবর সোবহান ও তার ছেলে সায়েম সোবহান আনভীরসহ স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত জানায়।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
২৮ মিনিট আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৩৭ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৩ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৪ ঘণ্টা আগে