বনানীর সিসা বারে ছুরিকাঘাতে হত্যা: মূলহোতাসহ দুজন রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৭: ৩৩
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৮: ২৪

রাজধানীর বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার মূলহোতা মুন্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে তার সহযোগী মাকসুদুর রহমান ওরফে হামজার এক দিনের রিমান্ড দিয়েছেন বিচারক।

শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করেন বনানী থানার সাব-ইন্সপেক্টর মো. আমজাদ শেখ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের দশ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানান। অপরদিকে জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মুন্নার তিন দিন এবং তার সহযোগী হামজার এক দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

এ মামলায় বাদী পক্ষের আইনজীবী রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন মামলার মূলহোতা মুন্নাকে তার সহযোগীসহ আদালতে তোলা হয়। মামলার রহস্য উদঘাটনে ও অন্যান্য আসামিদের ধরতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরি। শুনানি শেষে আদালত মুন্নার তিন দিন এবং তার সহযোগী হামজার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার কুমিল্লায় যৌথ অভিযান চালিয়ে মুন্না ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। মুন্না রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আবদুল ওহিদের ছেলে। আর হামজা কুমিল্লার দেবীদ্বার উপজেলার গাংটিয়ারা গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে।

গত ১৪ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে রাজধানী বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে রাহাত হোসেন রাব্বির সঙ্গে কথা–কাটাকাটির এক পর্যায়ে রাব্বির পায়ে ও পেটে ছুরিকাঘাত করেন তার পূর্বপরিচিত কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার দেড় মিনিটের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে গত শুক্রবার এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চার যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত। এরা হলেন, মীর হোসেন, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ সুমন এবং আরাফাত ইসলাম ফাহিম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত