সোহাগ কাউন্টারে মূল হামলাকারী বিল্লাল ও বাপ্পি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪০

রাজধানীর মালিবাগে সোহাগ কাউন্টারে মূল হামলাকারী বিল্লাল তালুকদার ও বাপ্পি গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার মামলার এজাহারভুক্ত ১নম্বর আসামি বিল্লাল তালুকদারকে রাজধানীর হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে এবং ৩ নম্বর আসামি বাপ্পিকে রাজধানীর কেরানীগঞ্জ থানার মডেল টাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

দুপুরে র‍্যাব এর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে রমনা থানার মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারের ৩০/৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। হামলার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হলে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ ও ১৫/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে।

র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম শুরু করা হয়। সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত