সাময়িক বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ২৪
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ০২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এদিন চার্জ গঠনের আগে তাপসী তাবাসুমের পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করে তার আইনজীবী পি.এম. মাহাদী হাসান। অপরদিকে আদালতে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় তাপসী তাবাসসুম উর্মি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর তাকে হাজির হতে সমন জারি করেন। ওইদিন আত্মসমর্পণ করে জামিন পান তাপসী তাবাসসুম উর্মি।

মামলায় অভিযোগ, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন। সেখানে তিনি আবু সাঈদ ও অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত