আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্থ আত্মসাৎ ও পাচার: চার দিনের রিমান্ডে সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার

অর্থ আত্মসাৎ ও পাচার: চার দিনের রিমান্ডে সালমান এফ রহমান

জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৬ কোটি ৯৮ লক্ষ টাকা আত্মসাৎ ও পাচারে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত চারদিন মঞ্জুর করেন।

এসময় আদালতে সালমান এফ রহমানের কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে শুনানি না করলেও রিমান্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন তারা।

দুদকের আইনজীবীরা রিমান্ডের পক্ষে শুনানি করে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত দুদকের আবেদন আমলে নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম বলেন, সালমান এফ রহমানের বিরুদ্ধে আদালতে আমরা বিভিন্ন আর্থিক প্রতারণা ও ভূয়া প্রতিষ্ঠান তৈরি করে ঋণ নেওয়ার অপরাধে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করি। শুনানি শেষে আদালত তাকে চারদিনের রিমান্ডে পাঠান।

​আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামক একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও একমোডেশন বিল তৈরি করে এই বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এই জালিয়াতির সাথে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমানকে এই নতুন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড প্রয়োজন ।

ওই ঘটনায় গত বছরের নভেম্বরের ৩ তারিখ দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...