জামিন পেলেও পরীমনিকে আদালতের ভর্ৎসনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৩: ০৬

ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত শুনানি শেষে তার এই জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এদিন সকাল ১০টার দিকে আদালতে আসেন পরীমনি। সকাল সোয়া ১০টার দিকে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। বিচারক এজলাসে উঠলে শুরু হয় জামিন শুনানি। এ সময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন পরীমনি। এরপর পরীমনিকে আসামিদের ডকে যেতে বলেন আদালত।

এদিন আদালতে পরীমনির পক্ষে জামিন চেয়ে শুনানি করেন নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনি বলেন, ‘গতকাল মামলাটি চার্জশুনানির জন্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জ গঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। আমরা তার জামিনের প্রার্থনা করেছি।

এরপর বিচারক বলেন, আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে থেকে কথা বলাটা কতটুকু যৌক্তিক?

পরীমনির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক বলেন, আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন। পরে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় পরীমনি বলেন, এটি একটি মিথ্যা মামলা। আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।

এর আগে রোববার ঢাকার সাভরের বোট ক্লাবের পরিচালক ও ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে উপস্থিত না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাতেই গণমাধ্যমকে পরীমনির আত্মসমর্পণের কথা জানান তার আইনজীবী।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত