মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার মামলায় আজ সাক্ষ্য দেবেন ৪ জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০২: ৩৯

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলাটির সাক্ষ্যগ্রহণ আজ রোববার আবার শুরু হচ্ছে। এ পর্যন্ত মামলাটিতে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ আরো চারজনের সাক্ষ্যগ্রহণ করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ গত ৬ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া এ মামলার অভিযোগের মধ্যে থাকা আবু সাঈদ হত্যার ঘটনায় সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী রিনা মুরমু এবং এনটিভির রংপুরের সাংবাদিক একেএম মঈনুল হক। এর আগে দুই দিনে এ মামলায় আরো তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয় ।

বিজ্ঞাপন

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয়। এ মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে আটক।

এ মামলায় ইতোমধ্যে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেছে ট্র্যাইব্যুনাল ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত