নেওয়াজ জ্যাকব মামুন হাসান রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১: ৪৬
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৩: ২৮

জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পৃথক তিন মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় হোটেল কর্মচারী রোহান হত্যাচেষ্টা মামলায় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের তিন দিন, রাজধানীর রমনা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত ১১ এপ্রিল নবী নেওয়াজকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীর শাওন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিন ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করে বলেন, জ্যাকব ও নবী নেওয়াজসহ সব আসামির পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষে থেকে জামিনের বিরোধিতা করে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেছি। উভয় পক্ষের শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

একই সাথে এদিন রাজধানীর বিভিন্ন থানার হত্য ও হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমপি কামরুল ইসলাম, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সাংবাদিক দম্পতি শাকিল-রুপাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর সাবেক এসব মন্ত্রী-এমপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন মামলায় একাধিক বার রিমান্ডে নেয়াসহ গ্রেপ্তার দেখানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত