আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত

আমার দেশ অনলাইন

পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত

জুলাই আন্দোলনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া পুলিশ কর্মকর্তা এসআই সাজ্জাদ-উজ্জামানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বিচারপতি মো. রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ এসআই সাজ্জাদ-উজ্জামানকে জামিন দেন। এ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা ব্যাপক সমালোচনা করেন। এমনকি তারা আইন উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে অবস্থান করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...