ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত থেকে একজনের লাশ উদ্ধার

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১৭: ৫৯

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ৪০ বছর। শুক্রবার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বেলা ১১ টার দিকে জরুরি বিভাগের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুবসহ হাসপাতালের কর্মচারীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত