আলোচনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি

১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২১: ৫৮

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে। স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের সামনে অসামান্য সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ‘মাসদার হোসেন মামলা: ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের শেষ লড়াই এবং জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার ওপরও নির্ভর করে। স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের সামনে যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করা ঠিক হবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতগুলোর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রসঙ্গে বলা আছে। বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা সম্পন্ন হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, জ্যেষ্ঠ আইনজীবী নিহাদ কবীর ও মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী আরিফ খান এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাশনা ইমাম।

সভায় বক্তারা বলেন, এই স্মরণসভাটি শুধু ব্যারিস্টার ইশতিয়াক আহমদের অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যেই নয়, বরং সমসাময়িক প্রেক্ষাপটে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করাও এর অন্যতম লক্ষ্য। বিশেষ করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের পর এই আলোচনার তাৎপর্য আরো বৃদ্ধি পেয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল অবিচার থেকেই।

আর ব্যারিস্টার ইশতিয়াক আহমদ ছিলেন বাংলাদেশের সংবিধানিক আইনের অন্যতম পথিকৃৎ। তিনি তার কর্মজীবনে বারবার আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত