দেড় দশক আগে ঢাকার আশুলিয়ায় শান্তা ইসলামকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী বেলাল হোসেন কাজী ওরফে সালমানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খান মো. জহিরুল ইসলাম বিষয় নিশ্চিত করে বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, সালমান বাইপাইলস্থ সাইকেল স্টোরে আর শান্তা গার্মেন্টসে চাকরি করতেন। তারা আশুলিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে ২০০৯ সালের ৫ জুন শান্তা ইসলামকে গলা টিপে হত্যা করেন সালমান।
এ ঘটনায় বাড়িওয়ালা সার্জেন্ট (অব.) আব্দুল মান্নান ওইদিনই আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সালমানকে অভিযুক্ত করে একই বছরের ১০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই বছরের ৮ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এ মামলার বিচার চলাকালে ১৫ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

