ক্ষমতার অবৈধ ব্যবহার করে সম্পদ অর্জন

নাবিলের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২১: ০২

ক্ষমতার অবৈধ ব্যবহার করে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানায়, আসামি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে কাজী নাবিল আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকা অর্জন করেছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। তিনি জানান, নাবিলের নিজ ও যৌথ নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকের ৪৫টি হিসাবে মোট ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৯৮৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে জমা হয়েছে প্রায় ৫৪ কোটি ৯৪ লাখ টাকা, আর উত্তোলন হয়েছে প্রায় ৫৪ কোটি ২৭ লাখ টাকা।

তিনি আরও জানান, এসব অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসন থেকে রাতের ভোট নামে পরিচিত ২০১৮ এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে সংসদ নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরও একজন সদস্য। গত ৫ আগষ্ট আওয়ামীলীগের পতনের পর তিনি পলাতক রয়েছেন। সূত্র জানায়, তিনি কানাডায় পালিয়েছেন। নাবিলের পরিবহন, রিক্রুটিং এজেন্সির ব্যবসা রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত