স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৬: ২৯

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও তার স্ত্রী শাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্যারিস্টার সুমন ও তার স্ত্রী দেশ ছেড়ে পলিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনুসন্ধানে এমন তথ্য জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।

এর আগে গত বছরের ২১ অক্টোবর দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানার একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত