স্টাফ রিপোর্টার
রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামীলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদ শেখের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২৫ অগাস্ট সাইদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মাকসুদুল হাসান। আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা সাইদকে বাক প্রতিবন্ধী মর্মে উল্লেখ করেন। ওইদিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরদিন সাইদের পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তারা তাকে প্রতিবন্ধী দাবি করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেন।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা মাকসুদুল হাসান তাকে আদালতে হাজির হন। কারাগার থেকে হাজির করা হয় সাইদকেও। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত সাইদ প্রতিবন্ধী কি না সেই বিষয়ে জেল কোডের বিধান অনুযায়ী একজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা করে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপারকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন। ঢাকার সিভিল সার্জন কার্যালয় থেকে সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যাইনি মর্মে আদালতকে জানান সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার।
তবে সাইদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন শুনানি করেন। শুনানিতে আইনজীবী উম্মে হাবিবা আদালতকে বলেন, সাইদ একজন বাকপ্রতিবন্ধী, কথা বলতে পারে না। বাকপ্রতিবন্ধী মিছিলে স্লোগান দিবে কিভাবে। নিজ হাতে সে ভাতও খেতে পারে না।
প্রশাসনকে চিন্তা করতে হবে সে একজন বাকপ্রতিবন্ধী। ন্যায়বিচার স্বার্থে মানবিক দিক বিবেচনায় জামিন আবেদন করছি।
এরপর আদালত আদেশ দিতে গিয়ে বলেন, তদন্ত কর্মকর্তা মিছিলের একটি ভিডিও উপস্থাপন করেছেন। ভিডিওতে দেখা গেছে, সে আগের সরকারের (আওয়ামী লীগ) পক্ষে কথা বলেছে। তবে পুরোপুরি স্পষ্ট না। মানবিক দিক বিবেচনায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হলো।
এদিকে, সাইদের আরেক আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া জানান, তার বিরুদ্ধে আর কোনো মামলা নাই। আশা করছি, আগামীকাল বুধবার সে কারামুক্ত হবে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ অগাস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে রাজু আহমেদ, শেখ মো. শাকিল, সাইদ শেখ (বাক প্রতিবন্ধী) সহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য এবং তাদের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন এবং ক্ষতিসাধনের উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনার করার জন্য সমবেত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। ঘটনাস্থল থকে পুলিশ তিন জনকে আটক করলে অন্যরা পালিয়ে যায়। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধ আইনে পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ আবু ইউসুফ মামলাটি করেন।
রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামীলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদ শেখের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২৫ অগাস্ট সাইদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মাকসুদুল হাসান। আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা সাইদকে বাক প্রতিবন্ধী মর্মে উল্লেখ করেন। ওইদিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পরদিন সাইদের পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তারা তাকে প্রতিবন্ধী দাবি করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেন।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা মাকসুদুল হাসান তাকে আদালতে হাজির হন। কারাগার থেকে হাজির করা হয় সাইদকেও। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত সাইদ প্রতিবন্ধী কি না সেই বিষয়ে জেল কোডের বিধান অনুযায়ী একজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা করে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপারকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন। ঢাকার সিভিল সার্জন কার্যালয় থেকে সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যাইনি মর্মে আদালতকে জানান সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার।
তবে সাইদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন শুনানি করেন। শুনানিতে আইনজীবী উম্মে হাবিবা আদালতকে বলেন, সাইদ একজন বাকপ্রতিবন্ধী, কথা বলতে পারে না। বাকপ্রতিবন্ধী মিছিলে স্লোগান দিবে কিভাবে। নিজ হাতে সে ভাতও খেতে পারে না।
প্রশাসনকে চিন্তা করতে হবে সে একজন বাকপ্রতিবন্ধী। ন্যায়বিচার স্বার্থে মানবিক দিক বিবেচনায় জামিন আবেদন করছি।
এরপর আদালত আদেশ দিতে গিয়ে বলেন, তদন্ত কর্মকর্তা মিছিলের একটি ভিডিও উপস্থাপন করেছেন। ভিডিওতে দেখা গেছে, সে আগের সরকারের (আওয়ামী লীগ) পক্ষে কথা বলেছে। তবে পুরোপুরি স্পষ্ট না। মানবিক দিক বিবেচনায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হলো।
এদিকে, সাইদের আরেক আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া জানান, তার বিরুদ্ধে আর কোনো মামলা নাই। আশা করছি, আগামীকাল বুধবার সে কারামুক্ত হবে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ অগাস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে রাজু আহমেদ, শেখ মো. শাকিল, সাইদ শেখ (বাক প্রতিবন্ধী) সহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য এবং তাদের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন এবং ক্ষতিসাধনের উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনার করার জন্য সমবেত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। ঘটনাস্থল থকে পুলিশ তিন জনকে আটক করলে অন্যরা পালিয়ে যায়। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধ আইনে পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ আবু ইউসুফ মামলাটি করেন।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
২৯ মিনিট আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৩৮ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৩ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৪ ঘণ্টা আগে