নড়েচড়ে বসেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২১: ২৪

অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে ডেকেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আগামী ২ সেপ্টেম্বর তার বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চূড়ান্ত শুনানি হবে।

এদিকে মঙ্গলবার ছুটিতে পাঠানো হাইকোর্টের আরেক বিচারপতি মো. আক্তারুজ্জামানের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। তার বিষয়ে যেকোন সময় সিদ্ধান্ত আসতে পারে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে আজ এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, হাসিনার পতনের পর গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে নানা অসাংবিধানিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রাখতে সহায়তাকারী এসব বিচারকদের বাদ দেয়ার দাবী রয়েছে । তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। ওই ১২ বিচারপতি হলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

তাদের মধ্যে পরে ৩০ জানুয়ারী বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেন। এরও কয়েকমাস পর বিচারপতি খিজির হায়াতকে এ বছর ১৮ মার্চ  এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে ২২ মে অপসারণ করা হয়।

বাকী অভিযুক্ত বিচারপতিদের বিষয়ে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলে এখনো তদন্ত চলছেই বলে জানা গেছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ । অপর দুই সদস্য হলেন— আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত