আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকসু নির্বাচন নিয়ে চেম্বারের স্থগিতাদেশ বহাল

স্টাফ রিপোর্টার
ডাকসু নির্বাচন নিয়ে চেম্বারের স্থগিতাদেশ বহাল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল। আগামীকাল (বুধবার) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার হাইকোর্ট বিকেল ৩টা ৫০ মিনিটে এক রিট আবেদনের শুনানি শেষে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। তবে এই আদেশের পরই শিশির মনির হাতে লেখা আবেদন নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে ছুটে যান। দ্রুত যুক্তিতর্ক তুলে ধরেন আদালতের সামনে। তিনি আদালতকে বোঝাতে সক্ষম হন যে, হাইকোর্টের আদেশে আইনি ব্যত্যয় ঘটেছে।

বিজ্ঞাপন

পরিস্থিতির গুরুত্ব ও সময়ের সংবেদনশীলতা বিবেচনায় মাত্র এক ঘণ্টার মধ্যেই চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। ফলে ডাকসু নির্বাচনের পথে আইনি বাধা দূর হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন