ছাত্রলীগ নেত্রী নিশিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৪: ৩১
বেনজির হোসেন নিশি। ফাইল ফটো

স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্সল্যাবে রিয়াজ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন। নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি ছিলেন।

এদিন নিশিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান সিকদার। তার আইনজীবী আদালতে জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে আসামিদের ছোঁড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে গুরুতর আহত হন মোহাম্মদ রিয়াজ। গত ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় গত বছরের ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন নিহতের মা শাফিয়া বেগম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত