আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘সন্ত্রাসী’ আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রাকিব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
‘সন্ত্রাসী’ আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রাকিব গ্রেপ্তার

রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকা থেকে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ আনোয়ার বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম মো.রাকিব হোসেন (২৪)।

বিজ্ঞাপন

সোমবার র‍্যাব-১ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রাকিব দীর্ঘদিন ধরে বনানীর কড়াইল বস্তিতে অস্ত্রের ভয় দেখিয়ে মাদক কারবার, চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল রাকিবের কার্যক্রম এবং গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি শুরু করে। কড়াইল বস্তিতে জামাই বাজারে রাকিবের বাসায় সে নিজেসহ আনোয়ার গ্রুপের কয়েকজন সদস্য অবস্থান করছে কবর পেয়ে ২ মার্চ রবিবার অভিযান চালিয়ে আনোয়ার বাহিনীর সদস্য মো. রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন