রাজধানীর পল্লবীতে সিএনজি চালককে হত্যা করে সিএনজি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ছিনতাই হওয়া গাড়িটি কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব-৪ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃতরা হলেন মো. সৌরভ সরকার (২০), মো. ইয়াছিন মিয়া (২০), মো. মুসা (২৫), মো. দুলাল মিয়া (৩২) ও মো. শাহজালাল (২৬)। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের অন্যদেরকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
গত ১৬ মে মিরপুর ডিওএইচএস এলাকার চার নম্বর গেটের কাছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায় নিহত ব্যক্তির নাম আবদুল অজিদ ওরফে বাচ্চু। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যাকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

