হত্যা মামলায় পলকসহ পুলিশের ২ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৩: ১২
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৩: ১২

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ফরিদ আহমেদ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

একই সাথে এদিন আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পৃথক দুই মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান এবং উপপরিদর্শক নাহিদ হাসান খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

এর আগে তাদের বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তারা সবাই কারাগারে আছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত