প্রতারণার মামলায় জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১৭: ২৫

চেক প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে

জামিন আবেদন করেন চয়নিকা। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে চলতি বছরের ৬ মে চয়নিকার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ মে মামলা করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। এ মামলার পর ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ওই বছরের ৭ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন।

মামলায় অভিযোগ, আসামি চয়নিকা চৌধুরীর মাধ্যমে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ জীবন সুন্দর হোক নাটক নির্মাণের প্রস্তুতি নেন। এজন্য ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। তবে নাটকটি নির্মিত না হওয়ায় ২০১২ সালের ৩০ অক্টোবর রিয়াজকে দুই লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন চয়নিকা। চেক নগদায়ন করতে গেলে একাধিকবার ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে আদালতে মামলা করেন রিয়াজ।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত