আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক মন্ত্রী ফরহাদ-তাজুলসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

সাবেক মন্ত্রী ফরহাদ-তাজুলসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এ বি তাজুল ইসলামসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন তাজুল ইসলামের স্ত্রী হাসু ইসলাম, তাদের সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলাম এবং ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার, এস আলমের গ্রুপের ঘনিষ্ঠ সৈয়দ ওয়াসেক মো. আলী, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা খায়ের, আব্দুল আজিজ ও মো. মাসুদুর রহমান শাহ।

এদিন সংস্থাটির পক্ষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ছয়টি পৃথক আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক। পরে শুনানি শেষে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...