আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, ট্রাইব্যুনালে এসআই চঞ্চল

স্টাফ রিপোর্টার

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, ট্রাইব্যুনালে এসআই চঞ্চল

জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের তাড়া খেয়ে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) চঞ্চল সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুপুরে হাজির করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর এ সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ২৬ জানুয়ারি রাতে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। গ্রেপ্তারের পর চঞ্চলকে ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে রামপুরার মেরাদিয়া এলাকায় ওই ঘটনার সময় সেখানে উপস্থিত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাৎক্ষণিকভাবে স্বীকার করেছেন চঞ্চল। তবে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করে আসছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন