সাভারের আশুলিয়ায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক। বুধবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে তিনি বলেছেন, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ ও সাবেক এসআই বিশ্বজিৎ সাহা কয়েকজন পুলিশ মিলে সাভারের আশুলিয়া থানার সামনে গুলি করে ৬ জনকে হত্যার পর লাশ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়।
৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ এই মামলার আট আসামি পলাতক।
আসামিদের মধ্যে শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তিনি আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক।

