দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের সাথে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করতে সিএমএম আদালতে গেলেন মাহমুদুর রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিতে তিনি আদালতে পৌঁছান।
এরপর দুপুরে ১২টার দিকে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমার দেশের পক্ষে সম্পাদক মাহমুদুর রহমান নিজে এবং ব্যারিস্টার তানভীর আল আমিন শুনানি করেছেন।
এ সময় সিএমএম আদালতের ১০ নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বলেন, ৫০৫ ধারার মামলায় সরকারের অনুমতি সাপেক্ষে আদেশ দেওয়া হবে।
অভিযুক্তরা হলেন রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক ও এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো নামক দুই ব্যক্তি ১৯ ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা-বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন। সেই বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে ঢাকার ১০ নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০৫ এবং ১০ ধারায় মামলায় করেছেন মাহমুদুর রহমান।
আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের জেলহাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেছেন মাহমুদুর রহমান।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে ইন্তেকালের খবর গণমাধ্যমে প্রচারিত হলে একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টারে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

