বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা, পুলিশের তল্লাশি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৭: ২৫

ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পাশাপাশি পল্টন মোড়ে পুলিশ ও এপিসি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গিয়ে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সন্দেহ ভাজন কাউকে দেখলে তল্লাশি করা হচ্ছে।

হেফাজতে ইসলাম বলছে, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত