
স্টাফ রিপোর্টার

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের প্রেক্ষিতে সিআইডি শুক্রবার বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রমনা থানায় সিআইডির দায়ের করা এই রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি হলেন শেখ হাসিনা। মামলাটি দায়ের করা হয় পেনাল কোডের ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায়। ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এর ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সিআইডি এই মামলা দায়ের করার ক্ষমতা পায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তে সিআইডি জানতে পারে, "জয় বাংলা ব্রিগেড" নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম দেশ এবং দেশের বাইরে বসে বৈধ সরকার উৎখাতের জন্য সুদূরপ্রসারী ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাচ্ছিল।
সিআইডি দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। মামলার তদন্তকালে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।
আদালতের নির্দেশ ও বিজ্ঞপ্তি প্রকাশ
সিআইডির বিজ্ঞপ্তি অনুসারে, গত ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক আরিফুল ইসলাম এই মামলার পরবর্তী পদক্ষেপের জন্য আদেশ দেন। আদালতে প্রধান আসামি শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামির অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পর বিচারক তাদের পলাতক ঘোষণা করেন এবং বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় তাদের নামে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিআইডিকে নির্দেশ দেন। সেই আদেশের ভিত্তিতেই সিআইডি বিজ্ঞাপন প্রকাশ করলো।
প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি আরও উল্লেখ করে, মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সিআইডি দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত 'বিচার' এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হলো।

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের প্রেক্ষিতে সিআইডি শুক্রবার বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রমনা থানায় সিআইডির দায়ের করা এই রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি হলেন শেখ হাসিনা। মামলাটি দায়ের করা হয় পেনাল কোডের ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায়। ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এর ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সিআইডি এই মামলা দায়ের করার ক্ষমতা পায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তে সিআইডি জানতে পারে, "জয় বাংলা ব্রিগেড" নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম দেশ এবং দেশের বাইরে বসে বৈধ সরকার উৎখাতের জন্য সুদূরপ্রসারী ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাচ্ছিল।
সিআইডি দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। মামলার তদন্তকালে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।
আদালতের নির্দেশ ও বিজ্ঞপ্তি প্রকাশ
সিআইডির বিজ্ঞপ্তি অনুসারে, গত ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক আরিফুল ইসলাম এই মামলার পরবর্তী পদক্ষেপের জন্য আদেশ দেন। আদালতে প্রধান আসামি শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামির অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পর বিচারক তাদের পলাতক ঘোষণা করেন এবং বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় তাদের নামে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিআইডিকে নির্দেশ দেন। সেই আদেশের ভিত্তিতেই সিআইডি বিজ্ঞাপন প্রকাশ করলো।
প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি আরও উল্লেখ করে, মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সিআইডি দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত 'বিচার' এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হলো।


পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রায় একশ' কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব-১ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রিজওয়ানা নূরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
১ দিন আগে
সিরাজগঞ্জ-০১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় ও তার পরিবারের বিভিন্ন সদস্যের ব্যাংক হিসাবসমূহে ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
১ দিন আগে
দুর্নীতি দমন কমিশনের করা পৃথক দুই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
১ দিন আগে