আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এদিন আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি।

তিনি বলেন, এদিন অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেনি। আমরা তার পক্ষে সময়ের আবেদন করেছি। আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠন করেন। একই সাথে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আমরা অভিযোগ গঠনের আবেদন করেছি। এসময় আসামিপক্ষের সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন আদালত। পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পায় তদন্তকারী সংস্থা পিবিআই। এরপর গত বছরের ১৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমনিসহ জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়েছে। আর অভিযোগ না মেলায় ফাতেমা তুজ জান্নাত বনিকে অব্যাহতি দেয়া হয়।

পরে একই বছরের ১৮ এপ্রিল আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন আদালত। এরপর ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলা দায়ের করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...