আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিচারপতি আশফাকুলকে অপসারণে ব্যবস্থা নেয়ার আবেদন

স্টাফ রিপোর্টার
বিচারপতি আশফাকুলকে অপসারণে ব্যবস্থা নেয়ার আবেদন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেছেন দেশের দুইজন বিশিষ্ট নাগরিক। তারা হলেন আবু জাফর মো. আনোয়ারুল সাদাত ও মুহাম্মদ জাকির হুসাইন।

বিজ্ঞাপন

গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে আবেদনে বলা হয়েছে, “বিচারপতি আশফাকুল ইসলাম নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও অপেশাদার আচরণ করেছেন।” এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন, অর্থের বিনিময়ে রায় প্রদান, পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে বিভিন্ন মামলায় অন্যায্য রায় প্রদান, অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. রেজাউল হকের বরাবরে এই আবেদন পেশ করা হয়। আবু জাফর মো. আনোয়ারুল সাদাত ও মুহাম্মদ জাকির হুসাইন স্বাক্ষরিত এই আবেদন রেজিস্ট্রার কার্যালয় সোমবার গ্রহণ করেছে। আবেদনকারী আবু জাফর মো. আনোয়ারুল সাদাত নিজেকে “আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)”র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান।

সংবিধানের ৯৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী, গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিচারপতি মো. আশফাকুল ইসলামের বিষয়ে সংবিধানের ৯৬(৪)(খ) অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে লিখিত আবেদনে। পাশাপাশি অভিযোগের বিষয়ে সংবিধানের ৯৬(৬) অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণেরও অনুরোধ করা হয়েছে। ১১ পৃষ্ঠার এ আবেদনপত্রে এই সব বিষয় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন