দুর্নীতি মামলা

৫ দিনের রিমান্ডে সাবেক উপাচার্য কলিমউল্লাহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৯: ৪০
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৯: ৫৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ'র ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এদিন দুর্নীতিসহ ক্ষমতার অপব্যবহারের দুদকের করা মামলায় অধ্যাপক কলিমউল্লাহকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তার। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে দুদক। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের পিপি দেলোয়ার জাহান রুমী এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা থাকলেও তা মান্য করেননি। তার এই দুর্নীতির সাথে কারা কারা জড়িত। এসব বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক।

মামলায় অভিযোগ, অধ্যাপক কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনিসহ অন্য আসামিরা ওই দুটি ভবনের নকশা পরিবর্তন করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। কিন্তু অধ্যাপক কলিমউল্লাহসহ অন্যরা ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেননি। কলিমুল্লাহ সহ অভিযুক্তরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের নামে চার কোটি টাকা আত্মসাৎ করেন।

এর আগে ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক কলিমউল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অর্থ আত্মসাতের অভিযোগে গত জুন মাসে সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অপর আসামিরা হলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম, হাবিবুর রহমান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত