পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কয়লার চতুর্থ দরপত্র বাতিল ও পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।
রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, চতুর্থ দফায় ডাকা দরপত্রে যোগ্য বিবেচিত হওয়া ইয়াংথাই এনার্জি প্রাইভেট লিমিটেডের করা রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৮ আগস্ট উচ্চ আদালত দরপত্র বাতিল ও পুনরায় আহ্বানের সিদ্ধান্তের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। জারি করা রুলে কয়লার দরপত্র বাতিল ও নতুন দরপত্র আহ্বানের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এবং কারিগরি ও আর্থিকভাবে যোগ্য কোম্পানির সঙ্গে আইন অনুযায়ী কেন চুক্তি করা হবে না— তা চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন। এরপর আরএনপিএল স্থগিতাদেশ বাতিল চেয়ে আপীল বিভাগে আবেদন করে আরএনপিএল। পরে গত ২০ সেপ্টেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের যৌথ বেঞ্চ উচ্চ আদালতের স্থগিতাদেশ বহাল (স্ট্যাটাস কো) রাখেন এবং দুই সপ্তাহের মধ্যে তা উচ্চ আদালতে নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর উচ্চ আদালতে শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলকে অ্যাবসুলেট (absolute) ঘোষণা করে এই আদেশ দেন।
আদালদেত রিট আবেদনকারী ইয়াংথাই এনার্জির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট আহমেদ আযম খান এবং ব্যারিস্টার কে এম এ আল ফাহাদ বিন সাগীর। রাষ্ট্রপক্ষ ও আরএনপিএলের পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন।
ইয়াংথাই এনার্জির আইনজীবী অ্যাডভোকেট আহমদ আজম খান গণমাধ্যমকে বলেন, “প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় অংশ নিয়ে নানা ধাপে মূল্যায়নের পর আর্থিক ও কারিগরিভাগে যোগ্য কোম্পানিকে কাজ না দিয়ে দরপত্র বাতিল করা ও পুনঃদরপত্র আহবানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দরপত্র বাতিল ও পুনঃআহবানের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন আদালত। যেহেতু মাননীয় আদালত রুল অ্যাবসুলেট ঘোষণা করেছেন, যেহেতু মাননীয় আদালত রুল অ্যাবসুলেট ঘোষণা করেছেন, সেহেতু রিটকারীর পক্ষে নোটিফিকেশন অব এওয়ার্ড ইস্যুতে আইনি বাধা নেই। সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জবাবদিহিতা ও স্বচ্ছতা আশা করেন বলে আদালত উল্লেখ করেছেন।”

