
স্টাফ রিপোর্টার

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিন জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত।
জামিন পাওয়া অন্যান্যরা হলেন- ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (চিফ সিএইচআরও) সাইয়িদা হোসেন আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেন।
এদিন আদালতে আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, খোরশেদ মিয়া আলম, নজরুল ইসলামসহ অনেকে জামিন চেয়ে শুনানি করেন।
শুনানিতে তারা বলেন, গ্রামীণ ফোনের গুরুত্বপূর্ণ তিন জনের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৬, ৪২০, ৩৮০, ১০৯ ধারায় ওয়েলফেয়ার ফান্ডের ৮ লাখ ২৮ হাজার ৯৯৮ টাকা পাওনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বলেছেন, অভিযুক্ত ব্যক্তিরা টাকা পরিশোধ করছেন না। এ অভিযোগে প্রেক্ষিতে আদালত সমন জারি করেন। মামলার এই অভিযোগ মিথ্যা। যার কারণে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত ন্যায় বিচার করেছেন।
আসামিদের জামিনের বিরোধিতা করে বাদি পক্ষের আইনজীবী রোকেয়া আক্তার (রোকশনা) বলেন, গ্রামীণফোনের কাছে মামলার বাদী ২০১০, ১১, ১২ সালের টাকা পাওনা রয়েছে। মূল পাওনা হচ্ছে, গ্রামীণ ফোনের কাছে। উনি পাওনা টাকার জন্য একাধিকবার গ্রামীণ ফোনে যাওয়ার পর উনারা এগ্রিমেন্টে স্বাক্ষর করার কথা বলে। পাওনা টাকা পরিশোধের কথাও জানায়। কিন্তু উনার সরল বিশ্বাসের সঙ্গে প্রতারণা করে তারা তাকে টাকা দেয়নি। পরে গ্রামীণ ফোনের ট্রাস্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হকের কাছে গেলে তিনি বলেন, ও আপনার টাকা দেয়নি? আমি দেখছি। এ কথা বলে আজ পর্যন্ত তারা ঘোরাচ্ছেন বলে অভিযোগ করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রামীণ ফোন কোম্পানি লিমিটেডে ২০০৬ সাল থেকে ২০২১ পর্যন্ত চাকুরি করেন মামলার বাদী রাকিবুল আজম। বাদী চাকরিরত অবস্থায় ২০১০ সাল থেকে ২০১২ পর্যন্ত আউটসোর্সিং এর রক্ষিত টাকা কর্মচারীদের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাদী ওই আউটসোর্সিং এর কাজের জন্য কোম্পানির কাছে ৮ লাখ ২৮ হাজার ৯৯৮ টাকা পাওনা হয়। পরবর্তীতে গত ১০ নভেম্বর বাদীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য ডাকা হয়। বাদী তার পাওনা আনতে গেলে আসামিরা তার কাছে তিনশত টাকার স্টাম্পে স্বাক্ষর নিয়ে ফেরত পাঠায়। এরপর আসামিরা ওই টাকা ফেরত না দিয়ে ভিন্নভাবে টালবাহানা করতে থাকে। ওই ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের রাকিবুল আজম।
আদালত ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আসামিদের আদালতে হাজির হতে (২৬ অক্টোবর) সমন জারি করেন।

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিন জন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত।
জামিন পাওয়া অন্যান্যরা হলেন- ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (চিফ সিএইচআরও) সাইয়িদা হোসেন আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেন।
এদিন আদালতে আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, খোরশেদ মিয়া আলম, নজরুল ইসলামসহ অনেকে জামিন চেয়ে শুনানি করেন।
শুনানিতে তারা বলেন, গ্রামীণ ফোনের গুরুত্বপূর্ণ তিন জনের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৬, ৪২০, ৩৮০, ১০৯ ধারায় ওয়েলফেয়ার ফান্ডের ৮ লাখ ২৮ হাজার ৯৯৮ টাকা পাওনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বলেছেন, অভিযুক্ত ব্যক্তিরা টাকা পরিশোধ করছেন না। এ অভিযোগে প্রেক্ষিতে আদালত সমন জারি করেন। মামলার এই অভিযোগ মিথ্যা। যার কারণে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত ন্যায় বিচার করেছেন।
আসামিদের জামিনের বিরোধিতা করে বাদি পক্ষের আইনজীবী রোকেয়া আক্তার (রোকশনা) বলেন, গ্রামীণফোনের কাছে মামলার বাদী ২০১০, ১১, ১২ সালের টাকা পাওনা রয়েছে। মূল পাওনা হচ্ছে, গ্রামীণ ফোনের কাছে। উনি পাওনা টাকার জন্য একাধিকবার গ্রামীণ ফোনে যাওয়ার পর উনারা এগ্রিমেন্টে স্বাক্ষর করার কথা বলে। পাওনা টাকা পরিশোধের কথাও জানায়। কিন্তু উনার সরল বিশ্বাসের সঙ্গে প্রতারণা করে তারা তাকে টাকা দেয়নি। পরে গ্রামীণ ফোনের ট্রাস্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হকের কাছে গেলে তিনি বলেন, ও আপনার টাকা দেয়নি? আমি দেখছি। এ কথা বলে আজ পর্যন্ত তারা ঘোরাচ্ছেন বলে অভিযোগ করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রামীণ ফোন কোম্পানি লিমিটেডে ২০০৬ সাল থেকে ২০২১ পর্যন্ত চাকুরি করেন মামলার বাদী রাকিবুল আজম। বাদী চাকরিরত অবস্থায় ২০১০ সাল থেকে ২০১২ পর্যন্ত আউটসোর্সিং এর রক্ষিত টাকা কর্মচারীদের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাদী ওই আউটসোর্সিং এর কাজের জন্য কোম্পানির কাছে ৮ লাখ ২৮ হাজার ৯৯৮ টাকা পাওনা হয়। পরবর্তীতে গত ১০ নভেম্বর বাদীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য ডাকা হয়। বাদী তার পাওনা আনতে গেলে আসামিরা তার কাছে তিনশত টাকার স্টাম্পে স্বাক্ষর নিয়ে ফেরত পাঠায়। এরপর আসামিরা ওই টাকা ফেরত না দিয়ে ভিন্নভাবে টালবাহানা করতে থাকে। ওই ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের রাকিবুল আজম।
আদালত ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আসামিদের আদালতে হাজির হতে (২৬ অক্টোবর) সমন জারি করেন।

ব্রিফিংকালে এক সাংবাদিক প্রসিকিউটরকে প্রশ্ন করেন যে- সংশোধিত আইন অনুযায়ী, ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে সেনা কর্মকর্তাদের চাকরি থাকার কথা নয়। কিন্তু আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন। তাহলে তাদের চাকরিচ্যুত নাকি কর্মরত, কোনটি বলা হবে?
১৩ মিনিট আগে
১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর রমনা থানার মানি লন্ডারিংয়ের মামলায় জামিনে থাকা আসামি ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
২ ঘণ্টা আগে
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের করা বিদেশ গমনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত তার এই আবেদন নামঞ্জুর করেন।
৩ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে