সালমান এফ রহমান সহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৭: ২৩

ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ভাই আহমেদ সোহাইল ফসিহুর রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ সোহাইলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান সহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম আব্দুস সোবহান, এম এ হাশেমের ছেলে মেহেদী হাসান, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন ও তার স্ত্রী মোছা. এলিনা আক্তার পলি, নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, তার স্ত্রী ইসমত আরা মিনু, দুই কন্যা সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমি ইশমা এবং ছেলে ইবনাম ইফতিকার, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ ও তার স্ত্রী সাদিয়া আইনুন নিশাত।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত